উদ্যোক্তা ও ১০১ বিজনেস আইড়িয়া by আবদুল হাকিম নাহিদ

  • Fast Shipping

    Receive products in amazing time
  • Easy Returns

    Return policy that lets you shop at ease
  • Always Authentic

    We only sell 100% authentic products
  • Secure Shopping

    Your data is always protected

৳ 150

In stock

Description

প্রতিবছর ত্রিশ লাখ তরুণ পড়ালেখা শেষ করে চাকরির জন্য প্রস্তুত হয়। কিন্তু প্রতিবছর সরকারি ও বেসরকারিসহ নতুন চাকরির ক্ষেত্র তৈরি হয় দশ লক্ষ। আর এভাবে বছর বছর বেকার বাড়তে থাকে। হিসাবমতে, বর্তমানে দেশে বেকার জনগোষ্ঠী চার কোটির অধিক। বিশাল জনসংখ্যার এদেশে চাকুরির সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তা হওয়া-ই হতে পারে বেকারমুক্ত বাংলাদেশ গড়ার প্রধান অবলম্বন।

চাকরি করবো না ব্যবসা করবো- এ জটিল সিদ্ধান্তের একটা সহজ সমাধান আপনি একান্তে বা পরিবারের সাথে বসে ঠিক করতে পারেন। আমাদের দেশে নিম্ন মধ্যবিত্ত লোকসংখ্যা বেশি। ফলে, চাকরি করাটাকে সবাই স্রেফ ভাবেন। আর সরকারি চাকরি হলে তো এলাকার সুন্দরী মেয়েটাও আপনার জন্য। অনেকে ব্যবসা করার কথা ভাবেন। নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে ব্যবসা করা যায়। উন্নত, সুন্দর ও স্বাধীন জীবন যাপনে ব্যবসায়ীরা জীবনকে উপভোগ করতে পারেন। কিন্তু বাবার ব্যবসা না থাকলে, ব্যবসা করার কথা অনেকেই ভাবতে পারেন না। কারণটা পরিষ্কার – টাকা। অভিজ্ঞতা ছাড়া এদেশে চাকরি যেমন সোনার হরিণ, জামানত ছাড়া ব্যাংক আপনাকে ঋণ দিবে কোন দুঃখে? সদ্য পড়াশোনা শেষ করে তাই আপনি ব্যবসা করার চিন্তা ভুলেও ভাবতে পারবেন না, যদিনা আপনার পরিবার আপনার পাশে দাঁড়ায়। সত্য হচ্ছে, আশপাশের দিকে তাকানোর দরকার নেই। আমাদের কারো বাবা মা চায় না- ব্যবসা করি, কারো বাবা মায়ের জমানো টাকা নেই, কারো অপেক্ষা করার ধৈর্য নেই আর কারো এই মুহূর্তে চাকুরি না হলে পরিবার খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজবে।

তৃতীয় বিশ্বের আমাদের মতো একটা দেশে একটা তরুণ কতো কতো দুঃখ নিয়ে ঘুরে বেড়ায়- তা সবারই জানা। মাকড়সার জালের মতো চারিদিকে সমস্যা। ঘরে বাইরে কোথাও একটু আশ্বাস নেই, শুধু হতাশা। জীবনের সবচে সুন্দর সময়ে বইয়ের পাতা পাতা মুখস্থ করে যখন চাকরি না পেয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, তখন চারিদিকে পরিহাস ছাড়া ভাগ্যে কিছুই জুটে না। মুখে উপদেশের বুলি আর মিথ্যা আশ্বাস সবাই দেয় কিন্তু…। মোটিভেশন ও স্বপ্ন পথ চলতে বলে কিন্তু যেখানে কোন পথই নেই, চলবে কি করে? তবুও জীবন ও সময় থেমে থাকে না, চলে যায়, চলে যায় এই সেই করে। আহারে জীবন! নিম্ন মধ্যবিত্তের জীবন। যে এই জীবন যাপন করেনি তার কাছে হয়তো সুখ আছে কিন্তু জীবনের সঠিক মানেটা নেই।

0.0/5
0 reviews
0
0
0
0
0

There are no reviews yet.

Be the first to review “উদ্যোক্তা ও ১০১ বিজনেস আইড়িয়া by আবদুল হাকিম নাহিদ”